পরিচ্ছেদঃ ৫৩/৫. লোক দেখানো আমলের নিষিদ্ধতা।
১৮৮০. জুনদাব (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি লোক শোনানো ইবাদাত করে আল্লাহ্ তা’আলা এর বিনিময়ে ’লোক-শোনানো দেবেন। আর যে ব্যক্তি লোক-দেখানো ’ইবাদাত করবে আল্লাহ্ এর বিনিময়ে ’লোক দেখানো দেবেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৩৬, হাঃ ৬৪৯৯; মুসলিম, পৰ্ব ৫৩; সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা, অধ্যায় ৫, হাঃ ২৯৮৬
تحريم الرياء
حديث جُنْدَبٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللهُ بِهِ
حديث جندب قال: قال النبي صلى الله عليه وسلم: من سمع سمع الله به، ومن يراىي يراىي الله به
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জুনদুব ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৫৩/ সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা (كتاب الزهد والرقائق)