পরিচ্ছেদঃ ৩৩/২৩. প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স।
১২২৩. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট তাকে (ইবনু উমরকে) পেশ করলেন, তখন তিনি চৌদ্দ বছরের বালক। (ইবনু ’উমার বলেন) তখন তিনি আমাকে (যুদ্ধে গমনের) অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধে তিনি আমাকে পেশ করলেন এবং অনুমতি দিলেন। তখন আমি পনের বছরের যুবক।
সহীহুল বুখারী, পৰ্ব ৫২; সাক্ষ্যদান, অধ্যায় ১৮, হাঃ ২৬৬৪; মুসলিম, পর্ব ৩৩: ইমারাত বা নেতত্ব, অধ্যায় ৩২, হাঃ ১৮৬৮
بيان سنّ البلوغ
حديث ابْنِ عَمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَهُ يَوْمَ أُحُدٍ، وَهُوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَلَمْ يُجِزْنِي، ثُمَّ عَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ، فَأَجَازَنِي
حديث ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم عرضه يوم احد، وهو ابن اربع عشرة سنة فلم يجزني، ثم عرضني يوم الخندق، وانا ابن خمس عشرة، فاجازني
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৩৩/ ইমারাত বা নেতৃত্ব (كتاب الإمارة)