পরিচ্ছেদঃ ২৬/১. নাযার পূর্ণ করার নির্দেশ।

১০৬১. ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। সাদ ইবনু ’উবাদাহ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জানতে চাইলেন যে, আমার মা মারা গেছেন এবং তার উপর মান্নত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পক্ষ থেকে তা পূর্ণ কর।

الأمر بقضاء النذر

حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رضي الله عنه، اسْتَفْتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ، فَقَالَ: اقْضِهِ عَنْهَا

حديث ابن عباس، ان سعد بن عبادة رضي الله عنه، استفتى رسول الله صلى الله عليه وسلم فقال: ان امي ماتت وعليها نذر، فقال: اقضه عنها

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
২৬/ নায্‌র (كتاب النذر)