পরিচ্ছেদঃ ১৫/৩৪. নবী (ﷺ)-এর ইহরাম বাঁধা এবং তাঁর কুরবানী।
৭৮১. আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ’আলী (রাঃ) ইয়ামান হতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হলে তিনি প্রশ্ন করলেনঃ তুমি কী প্রকার ইহরাম বেঁধেছ? ’আলী (রাঃ) বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুরূপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার সঙ্গে কুরবানীর পশু না থাকলে আমি হালাল হয়ে যেতাম।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৩২, হাঃ ১৫৫৮; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৩৪, হাঃ ১৩৩২
إِهلال النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وهديه
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: قَدِمَ عَلِيٌّ رضي الله عنه، عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنَ الْيَمَنِ، فَقَالَ: بِمَا أَهْلَلْتَ قَالَ: بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لَوْلاَ أَنَّ مَعِي الْهدْيَ لأَحْلَلْتُ
حديث انس بن مالك رضي الله عنه، قال: قدم علي رضي الله عنه، على النبي صلى الله عليه وسلم، من اليمن، فقال: بما اهللت قال: بما اهل به النبي صلى الله عليه وسلم، فقال: لولا ان معي الهدي لاحللت
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৫/ হজ্জ (كتاب الحج)