পরিচ্ছেদঃ ১৫/৩৩. উমরাহ্তে চুল ছাঁটা।
৭৮০. মুআবিয়াহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একটি কাঁচি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল ছোট ছোট করে দিয়েছিলাম।
সহীহুল বুখারী, পর্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ১২৭, হাঃ ১৭৩০; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৩৩, হাঃ ১২৪৬
التقصير في العمرة
حديث مُعَاوِيَةَ رضي الله عنه، قَالَ: قَصَّرْتُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِشْقَصٍ
حديث معاوية رضي الله عنه، قال: قصرت عن رسول الله صلى الله عليه وسلم بمشقص
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মু‘আবিয়াহ ইবন আবূ সুফিয়ান (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৫/ হজ্জ (كتاب الحج)