লা-তাহযান [হতাশ হবেন না]  লা-তাহযান - অনুচ্ছেদ সূচি ড. আয়িদ আল করনী
    
           ২৮০. দুঃখ-কষ্টের পরেই আরাম-আয়েশ          
          
                         
           
   
          
 
          
      
      
   
      দুঃখ-কষ্ট যতই কঠিন ও সুদূরপ্রসারী হোক না কেন তা কখনই চিরস্থায়ী হয় না, বরং কারো পরিস্থিতি যতই জটিল-কঠিন হয় ততই সে স্বাচ্ছন্দ্য, স্বস্তি ও আরাম-আয়েশের নিকটবর্তী হয়। তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে। প্রতিটি অন্ধকার রাত্রির শেষ কি আলোকিত সকাল নয়?