দ্বীনী প্রশ্নোত্তর সৎকাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান আবদুল হামীদ ফাইযী
হাত দ্বারা আপত্তি করার অধিকার ও কর্তব্য কার আছে?
যার ক্ষমতা আছে তাঁর। যেমন শাসন কর্তৃপক্ষ, বাড়ির মুরব্বী, স্বামী, বাপ প্রভৃতি।
সুতরাং যার ক্ষমতা নেই অথবা ক্ষমতা আছে, কিন্তু তা প্রয়োগ করলে ফিতনা বা মারামারি হওয়ার আশঙ্কা আছে অথবা অপেক্ষাকৃত বড় নোংরা সংঘটিত হওয়ার ভয় আছে, তাহলে তা প্রয়োগ করা যাবে না। (ইবনে বাজ)