জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত আযান ও ইক্বামত মুযাফফর বিন মুহসিন
(৫) ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাঊম’-এর জবাবে ‘ছাদাক্বতা ওয়া বারারতা’ বলা
(৫) ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাঊম’-এর জবাবে ‘ছাদাক্বতা ওয়া বারারতা’ বলা :
উক্ত বাক্যের জবাবে ‘ছাদ্দাক্বতা ওয়া বারারতা’ বলার কোন দলীল নেই। বরং উত্তরে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাউম’-ই বলতে হবে। শায়খ আলবানী (রহঃ) বলেন, ‘উক্ত কথার জবাবে ‘ছাদাক্বতা ওয়া বারারতা’ বলার শারঈ কোন ভিত্তি নেই’।[1]
[1]. ইরওয়াউল গালীল ১ম খন্ড, পৃঃ ২৫৯, হা/২৪১ এর আলোচনা দ্রঃ- لا أصل لما ذكره في الصلاة خيرمن النوم قلت يعنى قوله صدقت وبررت।