প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৭০. জুমুআর দ্বিতীয় আযানের সময় মসজিদে প্রবেশ করলে কী করবে?
আযানের উত্তর না দিয়ে তাহিয়্যাতুল মাসজিদ' সালাত পড়তে দাঁড়িয়ে যাবে। অতঃপর খুৎবা শোনার জন্য বসে যাবে। (ফাতাওয়া ইসলামিয়া, সউদি উলামা কমিটি: ১/৩৩৫, ৩৪৯)