প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৩৪. যারা লোকালয়ের বাইরে বা সমুদ্রে এতটুকু দূরে কাজ করে যে, সেখান থেকে আযান শুনতে পায় না, তারা কী করবে?
তাদের উপর জুমু'আ ফরয নয়, তবে এসে জুমু'আয় শরীক হতে পারলে সাওয়াব পাবে। (ফাতাওয়া ইবনে উসাইমীন- ১/৩৯৯)