প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১০৩. সফরে কি সুন্নাত পড়তে হয়?
না, তখন সুন্নাত সালাত না পড়াই সুন্নাত। ইবনে উমর (রা.) বলেন, একবার নবী (স.)-এর সাথে আমি এক সফরে একসাথে ছিলাম। সে সময় তাকে আমি কোন নফল (সুন্নাত) পড়তে দেখিনি। (বুখারী: ১১০১) তবে তিনি সফরে বিতর ও ফজরের দু'রাকআত সুন্নাত নিয়মিত পড়তেন, এটা কখনো ছাড়েননি। তাছাড়া তাহাজ্জুদ, ইশরাক, চাশত তাহিয়্যাতুল ওযু, দুখুলুল মসজিদ, চন্দ্র ও সূর্যগ্রহণ এবং তাওয়াফ পরবর্তী ইত্যাদি সালাত সফরেও পড়া যায়।