ظَعْنٌ مص <ظعن ভ্রমণ, সফর, পর্যটন, যাত্রা ১৬:৮০

أَظْفَرَ <ظفر জয় করা, বিজয় করা, জয়ী বানানো, জয়াস্ত্র দেওয়া, নখর দেওয়া ৪৮:২৪

ظُفُرٌ جل أَظْفَارٌ নখ, নখর, অস্ত্র ৬:১৪৬

ذِي ظُفُرٍ নখবিশিষ্ট, নখরওয়ালা, নখরালা, দুর্ধর্ষ, হিংস্রপ্রাণী, বন্যপশু, জয়েষ্ণুপাণী ৬:১৪৬

ظَلَّ [س] <ظلل হওয়া, স্থায়ী থাকা, চিরন্তন হওয়া, শুরু করা, ছায়াচ্ছন্ন হওয়া, নিষ্প্রভ হওয়া, মলিন হওয়া ১৬:৫৮

ظَلَّلَ ছায়াদান করা, আচ্ছন্ন করা ২:৫৭

ظِلٌّ ج ظِلالٌ ছায়া, বিম্ব, প্রতিরূপ ৭৭:৩০

ظُلَّة ج ظُلَلٌ ছায়াচ্ছন্ন, ছায়াদার, তাবু, চাদোয়া, শামিয়ানা ৭:১৭১

ظَلِيْلٌ ص শীতল ছায়া, সনিবিড় ছায়া, ছায়াঘন, ছায়াগ্রহণকারী ৪:৫৭

ظَلَمَ [ض]، الظُّلْمُ <ظلم জুলুম করা, অন্যথা করা, অন্যায় করা, অবিচার করা, অপাত্রে প্রয়োগ করা, অত্যাচার করা, নির্যাতন করা, উৎপীড়ন করা, শিরক করা, গুনাহ করা, পাপ করা, বেইনসাফি করা, সীমালঙ্ঘন করা, অনধিকার চর্চা করা, কমবেশি দেওয়া, বেশকম করা, হেরফের করা, জুলুম, অন্যায় ২:৫৪

ظَالِمٌ مث ظالمة জুলুমাত্মক, জুলুমবাজ, জালিম, অন্যথাকারী, নির্যাতক, উৎপীড়ক, গুনাহার, পাপী, অত্যাচারী, মুশরিক ২:৩৫

مَظْلُومٌ মজলুম, নির্যাতিত, নিপীড়িত ১৭:৩৩

أظْلَمُ، ظَلُوْمٌ، ظَلَّامٌ অধিক জুলুমকারী, বড় জালিম, জুলুমবাজ, অতিজালেম, অন্যায়প্রবণ, বেইনসাফ ১৪:৩৪

أَظْلَمَ অন্ধকার হওয়া, তমাসাচ্ছন্ন হওয়া ২:২০

مُظْلِمٌ অন্ধকারঘনায়মান, অন্ধকারাচ্ছন্ন, তমাসাচ্ছন্ন ১০:২৭

ظُلُمَاتٌ و ظُلْمَةٌ ঘোর অন্ধকার, তিমিরপুঞ্জ, নিবিড়-তিমির, অন্ধতমস ২:১৭

ظَمَأَ [ف]، ظَمَأً <ظمأ তৃষ্ণার্ত হওয়া, পিপাসার্ত হওয়া, পিপাসা লাগা, তেষ্টা পাওয়া ২০:১১৯

ظَمْآنٌ جل ظِمانٌ পিপাসার্ত, তৃষ্ণাতুর, তৃষ্ণার্ত ২৪:৩৯

ظَنَّ [ن] <ظنن ধারণা করা, মনে করা, অনুমান করা, আন্দাজ করা, খেয়াল করা, কল্পনা করা, সন্দেহ করা ২:৪৬

ظَنٌّ ج ظُنُونٌ ধারণা, অনুমান, আন্দাজ, খেয়াল, কল্পনা, সন্দেহ ৩৩:১০

ظَانٌّ ধারণাকারী, ভাবোন্মাদ, সন্দেহকারী, সন্দিহান, কল্পনাপ্রবণ ৪৮:৬

ظَهَرَ [ف] <ظهر প্রকাশিত হওয়া, প্রকাশ পাওয়া, উদ্ঘাটন করা, প্রকাশ্যে পাওয়া, জয়ী হওয়া, প্রবল হওয়া, আরোহণ করা ৪৩:৩৩

ظَاهَرَ বিক্ষোভপ্রদর্শন করা, পরস্পরে সহযোগিতা করা, সমর্থন করা, সাহায্য করা, জিহার করা: স্ত্রীকে ‘তুমি আমার মায়ের মতো’ বলা ৩৩:৪

أَظْهَرَ জয়ী বানানো, জয়যুক্ত করা, প্রকাশ করা, দুপুর করা, অবহিত করা ৬৬:৩

تَظَاهَرَ পৃষ্ঠপোষকতা করা, পরস্পরে সহায়তা করা, সাহায্য করা, আক্রমাণ করা ২:৮৫

ظَهْرٌ ج ظُهُورٌ পৃষ্ঠ, পিঠ, পশ্চাৎ, পিছন ৩৫:৪৫

الظَاهِرُ জাহির: আল্লাহর গুণবাচক নাম, প্রকাশমান, প্রকাশ্য, জয়ী, বিজয়ী, প্রবল ৫৭:৩

ظاهرة প্রকাশ্য, গোচরিভূত ৩১:২০

ظَهِيرٌ اج পৃষ্ঠপোষক, পরিপোষক, সাহায্যকারী, সদাজয়ী, পরাক্রান্ত ৩৪:২২

ظَهِيرَةٌ جل ظَهَائِرُ দুপুর বেলা, দ্বিপ্রহর, মধ্যাহ্ন ৩৪:৫৮

ظِهْرِيّ পেছনে ফেলা বস্তু, পশ্চাতে নিক্ষিপ্ত বস্তুসম, তুচ্ছবস্তু, ফেলনা ১১:৯২

দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে