১৭। সরাসরি মশক বা কলসীর মুখে মুখ লাগিয়ে পানি পান করবেন না
যেহেতু মহানবী (ﷺ) এভাবে পান করতে নিষেধ করেছেন।[1]
বুঝতেই তো পারছেন, এভাবে পানি পান করলে গোটা মশক বা কলসীর পানি নোংরা হয়ে যাবে, মশক বা কলসীর ভিতরে কোন কুটা বা পোকা থাকলে তা আপনার পেটে চলে যেতে পারে এবং এইভাবে গোটা মশক বা কলসীর পানি এঁটো করলে সংক্রামক ব্যাধির জীবাণু একাধিক মানুষের মাঝে সংক্রমণ করতে পারে।
[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৫৬২৭, ৫৬২৯, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/১৬০৯ প্রমুখ