ইসলামী জীবন-ধারা পানাহারের আদব আবদুল হামীদ ফাইযী ১ টি
৯। সুন্নাত হল তিনটি আঙ্গুল (বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা) দ্বারা (রুটি, খেজুর প্রভৃতি) খাবার খাওয়া

আল্লাহর রসূল (ﷺ) তিনটে আঙ্গুল দিয়েই খাবার খেতেন।[1]

[1]. মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ২৬৬২৬, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২০৩২, আবূ দাঊদ হা/৩৮৪৮, দারেমী আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ২০৩৩