হাদীসের নামে জালিয়াতি অন্যান্য কিছু বানোয়াট হাদীস ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
২. নেককারদের পুণ্য নিকটবর্তীদের পাপ

প্রচলিত একটি বাক্য যা সাধারণত ‘হাদীস’ বলে উল্লেখ করা হয়:

حَسَنَاتُ الأَبْرَارِ سَيِّئَاتُ الْمُقَرَّبِيْنَ

‘‘নেককার মানুষদের নেক-আমলসমূহ নিকটবর্তীগণের (আল্লাহর ওলীদের) পাপ।’’ মুহাদ্দিসগণ একমত যে বাক্যটি হাদীস নয়, বরং তৃতীয় শতকের একজন বুযুর্গ আবূ সাঈদ আল-খার্রার (২৮৬হি)-এর কথা।[1]

[1] ইবনু তাইমিয়া, আহাদীসুল কুস্সাস, পৃ. ৮৪, সাখাবী, আল-মাকাসিদ, পৃ. ১৯৯; মোল্লা কারী, আল-আসরার, পৃ. ১১৩; আল-মাসনূ, পৃ. ৬৪; শাওকানী, আল-ফাওয়াইদ ১/৩১২।