ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
হাদীসের নামে জালিয়াতি অন্যান্য কিছু বানোয়াট হাদীস ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
২. নেককারদের পুণ্য নিকটবর্তীদের পাপ
প্রচলিত একটি বাক্য যা সাধারণত ‘হাদীস’ বলে উল্লেখ করা হয়:
حَسَنَاتُ الأَبْرَارِ سَيِّئَاتُ الْمُقَرَّبِيْنَ
‘‘নেককার মানুষদের নেক-আমলসমূহ নিকটবর্তীগণের (আল্লাহর ওলীদের) পাপ।’’ মুহাদ্দিসগণ একমত যে বাক্যটি হাদীস নয়, বরং তৃতীয় শতকের একজন বুযুর্গ আবূ সাঈদ আল-খার্রার (২৮৬হি)-এর কথা।[1]
[1] ইবনু তাইমিয়া, আহাদীসুল কুস্সাস, পৃ. ৮৪, সাখাবী, আল-মাকাসিদ, পৃ. ১৯৯; মোল্লা কারী, আল-আসরার, পৃ. ১১৩; আল-মাসনূ, পৃ. ৬৪; শাওকানী, আল-ফাওয়াইদ ১/৩১২।