৬০. রোযাদার ব্যক্তি যদি আতরের গন্ধ, চন্দন কাঠ বা আগরবাতির ঘ্রাণ শুকে তাহলে কী হবে?

এতে রোযার কোন ক্ষতি হবে না। তবে ধুয়া যাতে গলায় প্রবেশ না করে সে ব্যাপারে সাবধান থাকতে হবে । আরো যেসব কারণে রোযা ভঙ্গ হয় না তা হলো

১. ভুলক্রমে কোন কিছু পানাহার করলে।
২. ভুলক্রমে যৌন সম্ভোগ করলে।
৩. স্বপ্নদোষ হলে।
৪. স্ত্রীর দিকে দৃষ্টিপাতের দরুণ বীর্যপাত হলে।
৫. তেল মালিশ করলে।
৬. শিঙ্গা লাগালে।
৭. সুরমা লাগালে।
৮. স্ত্রীকে চুম্বন করলে।
৯. আপনা আপনি বমি হলে।
১০. মূত্রনালীতে ঔষধ দিলে।
১১. কানে পানি গেলে
১২. ধূলা প্রবেশ করলে।