চাঁদ দেখার ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“তোমরা চাঁদ দেখে রোযা রাখো এবং চাঁদ দেখেই তা ভঙ্গ করো (অর্থাৎ ঈদ কর)।” (বুখারী: ১৯০৯, মুসলিম: ১০৮১)
“ইবনে উমার (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, মানুষ দলে দলে চাঁদ দেখতে শুরু করল। এমনি সময় আমি চাঁদ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানালাম। আমার এ সংবাদের উপর ভিত্তি করে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোযা রাখলেন এবং সবাইকে রোযা রাখার নির্দেশ দিলেন। (আবু দাউদ: ২৩৪)।
“এক গ্রাম্য ব্যক্তি এসে নাবী কারীম (সা.)-কে জানালেন, আমি তো চাঁদ দেখেছি অর্থাৎ রমাযানের চাঁদ। অতঃপর রাসূল বললেন, তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ- (কালিমার) উপর ঈমান এনেছ? লোকটি উত্তর দিল: হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তুমি কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল) এ কথার উপর ঈমান এনেছ? লোকটি উত্তর দিল: হ্যা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী বেলাল (রা.)-কে বললেন, হে বেলাল! মানুষকে জানিয়ে দাও, তারা যেন আগামী কাল থেকে রোযা রাখে।” (আবু দাউদ: ২৩৪০, হাদীসটি দুর্বল)