২.৪৬ লাশ গোসল - ১৭৯. মাইয়্যেত গোসলের জন্য গোসলদাতার অপরিহার্য শর্তগুলো কী কী? এবং এতে কী কী সাওয়াব হয়?

(১) একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল দেবে। কোন কিছুর বিনিময় পাওয়ার জন্য নয় বা অন্য কোন উদ্দেশ্যে নয়।
(২) মাইয়্যেতের মধ্যে অপছন্দ কিছু দেখলে তা গোপন রাখবে, প্রকাশ করবে না। গোসলদাতার ফযীলত যে ব্যক্তি কোন একজন মাইয়্যেতকে গোসল দেবে আল্লাহ তাকে চল্লিশ বার ক্ষমা করে দেবেন এবং তার ৪০টি কবীরা গুনাহ মাফ করে দেন। (হাকেম- ১/৩৫৪, ৩৬২)