১৬৩. খুৎবার দানবাক্স চালানো শরী আর দৃষ্টিতে কেমন?

আলেমদের মতে, এটা জায়েয নয়। কারণ, এতে অনেক নড়াচড়া ও কথাবার্তা হয়। অথচ নড়াচড়া ছাড়া একান্ত মনোযোগ দিয়ে সে সময় খুৎবা শোনা ওয়াজিব। কাজেই দানবাক্স চালানো বা টাকা কালেকশন খুৎবা শুরুর আগে বা ফরয সালাতের পরে করা যেতে পারে ।