১৪৬. খুৎবা পূর্ববর্তী আযানটি কোথায় দাঁড়িয়ে দেবে?
রাসূলুল্লাহ (সা.)-এর যামানায় এ আযানটি দেওয়া হতো ইমামের সামনা সামনি মসজিদের দরজা বরাবর দাঁড়িয়ে। পরবর্তীতে উসমান (রা.)-এর সময় থেকে এ জায়গা পরিবর্তন করে ইমামের সামনে দাঁড়িয়ে এ আযান দেওয়ার প্রচলন শুরু হয়। যেহেতু উসমান (রা.) খুলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত, সেহেতু এ প্রচলন নবী (সা.)-এর পরে হলেও তা জায়েয আছে।