১৩৬. জুমু'আ ফরয ‘এমন' ব্যক্তির কি জুমু'আর দিন সফরে বের হওয়া জায়েয?
পথিমধ্যে কোথাও জুমুআ পড়তে পারে এমন নিশ্চয়তা থাকলে একদল আলেমের মতে, এ দিনে সফর করা জায়েয আছে। আর যদি কোথাও জুমুআ না পাওয়ার আশঙ্কা থাকে তবে এ দিন সফর করা উচিত নয়। তবে জুমু'আর সালাত শেষ হওয়ার পর সফর করতে কোন নিষেধ নেই।