১২৯ কমপক্ষে কতজন মুসল্লী হলে জুমু'আর সালাত আদায় করা যায়?
এ বিষয়ে নির্দিষ্ট সংখ্যা উল্লেখপূর্বক কোন হাদীস খোঁজে পাওয়া যায় না। তবে বিজ্ঞ আলেমদের মতে, ইমাম ব্যতীত কমপক্ষে ৩ জন হলেই যথেষ্ট। একজন খুৎবা দেবে, বাকি তিনজন শুনবে। ইমাম ইবনে তাইমিয়্যা (র.) এ অভিমতটি গ্রহণ করেছেন। আর এটাই সর্বাধিক গ্রহণযোগ্য মত।