১০১. মুসাফির যদি মুকীমদের ইমাম হয় তাহলে কিভাবে সালাত পড়বে?
মুসাফির ইমাম দু'রাকআত পড়ে সালাত ফিরাবে। আর মুকীমগণ দাঁড়িয়ে বাকি দু'রাকআত পড়ে মোট চার রাকআত পুরা করবে। (মুগনী- ৩/১৪৬)