৭৯. কোন সূরা দিয়ে ইস্তিখারার সালাত পড়ব?

যেকোন সূরা দিয়ে পড়া যায়, এ জন্য নির্দিষ্ট কোন সূরা হাদীসে বর্ণিত হয়নি। উল্লেখ্য যে, এক বিষয়ের জন্য একাধিকবার ইস্তিখারার কথা হাদীসে আসেনি। রাসূলুল্লাহ (স.) একই দুআ তিনবার করতেন বলে কোন কোন আলেম ‘ইস্তিখারাও একাধিকবার করার পক্ষে মতামত দিয়েছেন। আল্লাহই ভালো জানেন।