৭০. নিষিদ্ধ সময়ে এ সালাত আদায় করা কি জায়েয?
হানাফী ও মালেকী ফকীহদের মতে সে সময় পড়া যাবে না। বিপরীতে শাফেয়ী ও হাম্বলী ফকীহগণের মতে নিষিদ্ধ সময়েও মসজিদে ঢুকলে ‘তাহিয়্যাতুল মসজিদ’ পড়বে। কেউ যদি আসরের পর ও সূর্যাস্তের পূর্বে মসজিদে আবার প্রবেশ করে তাহলে একদল ফকীহর মতে তখনও ‘তাহিয়্যাতুল মসজিদ’ পড়বে। আর আযান চলাকালীন সময়ে মসজিদে ঢুকলে দাঁড়িয়ে আযানের জওয়াব দিয়ে পরে 'তাহিয়্যাতুল মসজিদ’ পড়বে, এরপর বসবে।