৫২. বিতরের সালাত কত রাকাআত?
বিতরের সালাতের সর্বনিম্ন সংখ্যা হলো এক রাকাআত এবং সর্বোচ্চ হলো ১১ রাকাআত। বিতরের সালাত ১ রাকাআত পড়াও জায়েয আছে। আল্লাহ রাসূল (স) বলেছেন, “কেউ যদি ১ রাকাআত বিতর পড়তে চায়, তা সে করতে পারে।” (আবু দাউদ: ১৪২২, নাসাঈ: ১৭১২) আবার তিন রাকাআত বিতর পড়া যায়।
রাসূলুল্লাহ (স) বলেছেন,
“যে ব্যক্তি বিতরের সালাত ৩ রাকাআত পড়তে চায়, তা সে পড়তে পারে।” (আবু দাউদ: ১৪২২ ও নাসাঈ: ১৭১২)। বিতর ৫ রাকাআতও পড়ার নিয়ম আছে। নবী কারীম (স) বলেছেন, “কেউ ৫ রাকাআত বিতর পড়তে চাইলে তা সে পড়তে পারে।” (আবু দাউদ: ১৪২২ ও নাসাঈ: ১৭১২) এভাবে ৭ বা ৯ বা ১১ রাকাআত পর্যন্ত বিতরের সালাত আদায় করার সুযোগ আছে, জায়েয আছে।