৩৮. ইমামকে কোন অবস্থায় পেলে জামাআতে শরীক হওয়া যায়?
ইমামকে যে অবস্থায় পাওয়া যায় সেই অবস্থায়ই জামাআতে শরীক হওয়া যায় (তিরমিযী: ৫৯১)। ইমামকে দাঁড়ানো, রুকু, সিজদা বা বৈঠকে যে অবস্থায় পাবে সে অবস্থায়ই জামাআতে শরীক হবে। তবে রুকু থেকে ইমাম তার মাথা উঠিয়ে ফেললে ঐ রাকআত বাদ পড়ে যায়। (দেখুন আবু দাউদ: ৮৯৩)।