২৭. কী কী উযর থাকলে জামাত ছাড়া যায়?

১. অসুস্থতা, ২. ভয়ভীতি, ৩. নিজের জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তাহীনতা, ৪. বৃষ্টি এবং পিচ্ছিল কর্দমাক্ত পথ, ৫. প্রচণ্ড বাতাস, ঠাণ্ডা ও ঘোর অন্ধকার, ৬. খাবার এসে গেলে এবং খাবারের প্রতি আসক্ত হয়ে পড়লে, ৭. পেশাব-পায়খানার চাপ বেড়ে গেলে, ৮. মুখ, শরীর ও কাপড় দূর্গন্ধযুক্ত হয়ে গেলে, ৯. ঘুমের চাপ সামলাতে না পারলে, ১০. সফরের সঙ্গী হারিয়ে ফেলায় আশঙ্কা থাকলে ইত্যাদি।

দলীল: ইবনে মাজাহ: ৭৯৩, বুখারী: ৯০১, ৬৩২, ৬৭১, ৬৭৪, মুসলিম