'বিসমিল্লাহ' বলে ডান হাত দ্বারা নিজের দিকে এক তরফ থেকে খেতে শুরু করতে হয়। খাওয়া শুরু করার পূর্বে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে গেলে এবং মাঝে মনে পড়লে বলতে হয়, (بسم الله أوله وأخره) উচ্চারণঃ-বিসমিল্লা-হি আউওয়ালাহু অ আ-খিরাহ। অর্থঃ শুরুতে ও শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। (সহীহ তিরমিযী ২/১৬৭)

খাদ্যের কোন প্রকার ত্রুটি বর্ণনা করতে নেই। একত্রে (এক পাত্রে) বসে ভােজন করলে তাতে বুৰ্কত হয়। (সঃ জামে ১৪২নং)।

দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে