সহীহ দুআ ও যিক্‌র কাপড় পরার দুআ আবদুল হামীদ ফাইযী ১ টি

الْحَمْدُ للَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ

উচ্চারণঃ- আল হামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যা অরাযাক্কানীহি মিন গায়রি হাওলিম মিন্নী অলা কুউওয়াহ।

অর্থ- সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমার নিজস্ব কোন শক্তি ও চেষ্টা ছাড়াই তা আমাকে দান করেছেন।

এই দুআ কোন কাপড় পরিধান করার সময় পাঠ করলে পুর্বেকার (সাগীরাহ) গোনাহ মাফ হয়ে যায়। (আহমাদ, সুনানে আরবাআহ হাকেম, সঃ জামে’ ৬০৮৬নং)

দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে