সহীহ দুআ ও যিক্‌র রাত্রে ভয় পেলে আবদুল হামীদ ফাইযী ১ টি

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণঃ আউযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মতি মিন গায্বাবিহী অ ইক্বা-বিহী অ শাররি ইবা-দিহী অমিন হামাযা-তিশ শায়াত্বীনি অ আঁই য়্যাহযূরুন।

অর্থঃ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় তার ক্রোধ ও শাস্তি হতে, তাঁর বান্দাদের অনিষ্ট হতে, শয়তানের প্ররোচনাদি এবং আমার নিকট ওদের হাজির হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সহীহ তিরমিযী ৩১৭ ১)

দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে