কুরবানীর গোশত বন্টনের নিয়ম
আমরা কুরবানী দিয়ে অনেক সময় কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে এটি নিয়ে সমস্যায় পড়ে থাকি। আমরা অনেকেই সমান ৩ ভাগ করে এক ভাগ নিজের জন্য, একভাগ গরীব মিসকিনদের জন্য এবং আরেকভাগ আত্মীয় স্বজনের জন্য রাখি, আবার অনেক জায়গায় সমাজপতিদের নিকট একভাগ জমা দিতে হয় ইত্যাদি। এখন সঠিক নিয়মে কিভাবে এই গোশত বন্টন করবেন বা এই বন্টনের মাস'আলা কি তা জানতে ভিডিওটি দেখে নিন।