আমরা মুসলিম, আমরা নিজেদেরকে ঈমানদার দাবী করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমার নিজের ঈমান আসলে কতখানি আছে? হতে পারে যে আমার অজান্তেই আমার ঈমানটা চলে গেছে। আসুন এই ভিডিওটি দেখে আমরা আমাদের ঈমানটাকে একটু ওজন করে দেখি যে আসলেই কতটা ঈমান আমাদের আছে।