জানতে পারলাম ওযুতে ৩ বার কুলি করার পর নাকে পানি দিতে হয়, মাঝে গড়গড়া নাই, বিষয়টি সম্পর্কে বলবেন কি?
আমরা প্রচলিত ভাবে ওযুর সময় প্রথমে ৩ বার কুলি করি, এরপর ৩ বার গড়গড়া করি, এরপর নাকে পানি দিই। কিন্তু মাঝে যে আমরা ৩ বার গড়গড়া করি সেটি কিন্তু ওযুর নির্দেশনার মধ্যে নেই। আসুন এই ভিডিওটি থেকে সঠিক বিষয়টি জেনে নিই।