হজ্জ প্রশিক্ষণ দেবার জন্য কাবা সাদৃশ্য কিছু বানানো যাবে কি?
হাতে কলমে হজ্জ প্রশিক্ষণ দেবার জন্য অনেক দেশ বা এজেন্সি এখন কাবা সাদৃশ্য ঘর তৈরি করে সেখানে হজ্জে যারা যাবেন তাদের প্রশিক্ষণ দিচ্ছেন।
এই ধরনের কোন কিছু করা ইসলামী শরিয়তে কতটুকু অনুমোদিত নাকি এটী একটি হারাম কাজ।