দস্তরখান বিছিয়ে নিচে বসে খাওয়া সুন্নাহ, আমরা আমাদের সন্তানদের সেই শিক্ষা কেন দিচ্ছিনা?
আমরা জানি যে রাসুল (সা.) দস্তরখান বিছিয়ে নিচে বসে খেতেন এখন আমরা সেটি অনুসরণ না করে টেবিল চেয়ারে বসে খাবার খায়। এই সুন্নাহের অনুসরনের ব্যাপারে জানতে এই ছোট ভিডিওটি দেখুন।