ভিডিওটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
ওযুতে ঘাড় মাসাহ করলে কি তা বিদআত হবে বা ওযু বাতিল হয়ে যাবে এবং মুখে নিয়ত পড়ার বিদআত করলে কি তার সালাত বাতিল হয়ে যাবে?
আমরা হয়ত অনেকেই জানিনা যে ওযুতে ঘাড় মাসাহ করার কোন বিশুদ্ধ দলিল নেই, এখন কেউ যদি ঘাড় মাসাহ করে তাহলে কি তার ওযু বাতিল হয়ে যাবে বা সেটা কি বিদআত বলে গণ্য হবে? এছাড়া সালাতের নিয়ত মুখে পড়লে কি তা বিদআত হবে আর এই বিদাতের কারনে কি সালাত বাতিল হবে?
ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া