বাংলা হাদিস এপ টিউটোরিয়াল বিষয়ক ভিডিও, সর্বমোটঃ ৩ টি
বাংলা হাদিস" এপ ব্যবহার করে কিভাবে একটি সূরা বা যে কোন আয়াত খুব দ্রুত বের করবেন

▌বাংলা হাদিস এপ টিউটোরিয়াল ভিডিও -১ ▌

সংক্ষিপ্ত এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কিভাবে বাংলা হাদিস এন্ড্রয়েড এপ ব্যবহার করে খুব দ্রুত আপনি যে কোন সূরা বা তার যে কোন আয়াত বের করতে পারবেন, পাশাপাশি কিভাবে সূরার অডিও একসাথে ডাউনলোড করবেন, কিভাবে তাফসীর এবং অনুবাদ পড়বেন আয়াত বাই আয়াত।

যে কোন সূরা বা তার আয়াত খুব দ্রুত বের করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের ফাংশন দিয়ে কোন এপ এখনো বাংলা ভাষায় তৈরি হয়নি।

হাদিসবিডি ডট কম

বাংলা হাদিস এপ ব্যবহার করে সহীহ মুসলিমের হাদিসের রেফারেন্স কিভাবে মেলাবেন?

বাংলা হাদিস এপ ব্যবহার করে আপনি সহজেই যে কোন হাদিস খুঁজে বের করতে পারেন ইনশাল্লাহ বিশেষ করে হাদিসের নম্বর ব্যবহার করে, কিন্তু দেখা যায় যে সহীহ মুসলিমের হাদিস নম্বর কোন ভাবেই মেলানো সম্ভব হয় না।

আজকের সংক্ষিপ্ত এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সহীহ মুসলিমের হাদিসের রেফারেন্স মেলাবেন এই "বাংলা হাদিস" এপ ব্যবহার করে।

একমাত্র বাংলা হাদিস এপ দিয়েই আপনি এভাবে সহিহ মুসলিমের হাদিস মেলাতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।

হাদিসবিডি ডট কম

কিভাবে বাংলা হাদিস ভার্শন ৭.৩ ডাউনলোড ও ইন্সটল করবেন এন্ড্রয়েড ১১ চালিত ফোনে

আপনার এন্ড্রয়েড ১১ চালিত ফোনে যদি "বাংলা হাদিস" এপের কুরআন ক্রাশ করে বা হাদিসের ডাটাবেস ডাউনলোড না হয় তাহলে আপনাকে অবশ্যই "বাংলা হাদিস" ভার্শন ৭.৩ ইন্সটল করতে হবে আর এটি আপাতত গুগুল প্লে স্টোরে পাবেন না।

বাংলা হাদিস ভার্শন ৭.৩ হাদিসবিডির ওয়েব থেকে ডাউনলোড করতে হবে এবং ছোট এই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে আপনার ফোনে ভার্শন ৭.৩ ডাউনলোড এবং ইন্সটল করবেন।

//অনুগ্রহ করে ভিডিওটি নিজ নিজ পেজে অথবা আইডিতে শেয়ার অথবা নতুন করে আপলোড করে দ্বীনী কাজের প্রচারে সহযোগী হোন//

হাদিসবিডি ডট কম

দেখানো হচ্ছেঃ থেকে ৩ পর্যন্ত, সর্বমোট ৩ টি রেকর্ডের মধ্য থেকে