১১৪:২ مَلِكِ النَّاسِ ۙ﴿۲﴾
ملك الناس ﴿۲﴾
মানুষের অধিপতি, আল-বায়ান
মানুষের অধিপতির, তাইসিরুল
যিনি মানবমন্ডলীর বাদশাহ বা অধিপতি। মুজিবুর রহমান
The Sovereign of mankind. Sahih International
২. মানুষের অধিপতির,
-
তাফসীরে জাকারিয়া২। যিনি মানুষের মালিক। [1]
[1] যে সত্তা সমস্ত মানুষের প্রতিপালন ও তত্ত্বাবধান করে থাকেন; তিনিই হলেন সকল কিছুর মালিক, অধিপতি ও রাজা হওয়ার উপযুক্ত।
তাফসীরে আহসানুল বায়ান