১১০ সূরাঃ আন-নাসর | An-Nasr | سورة النصر - আয়াতঃ ১
১১০:১ اِذَا جَآءَ نَصۡرُ اللّٰهِ وَ الۡفَتۡحُ ۙ﴿۱﴾
اذا جآء نصر الله و الفتح ﴿۱﴾

যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, আল-বায়ান

যখন আসবে আল্লাহর সাহায্য ও (ইসলামের চূড়ান্ত) বিজয়, তাইসিরুল

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, মুজিবুর রহমান

When the victory of Allah has come and the conquest, Sahih International

১. যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়(১)

(১) এ ব্যাপারে প্রায় সকলেই একমত যে, এখানে বিজয় বলে মক্কা বিজয় বোঝানো হয়েছে। [মুয়াস্‌সার, ইবন কাসীর]। আর বিজয় মানে কোন একটি সাধারণ যুদ্ধে বিজয় নয় বরং এর মানে হচ্ছে এমন একটি চুড়ান্ত বিজয় যার পরে ইসলামের সাথে সংঘর্ষ করার মতো আর কোন শক্তির অস্তিত্ব দেশের বুকে থাকবে না এবং একথাও সুস্পষ্ট হয়ে যাবে যে, বর্তমানে আরবে এ দ্বীনটিই প্রাধান্য বিস্তার করবে। [দেখুন: আদওয়াউল বায়ান]

তাফসীরে জাকারিয়া

১। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়।

-

তাফসীরে আহসানুল বায়ান