৯২:১ وَ الَّیۡلِ اِذَا یَغۡشٰی ۙ﴿۱﴾
و الیل اذا یغشی ﴿۱﴾
কসম রাতের, যখন তা ঢেকে দেয়। আল-বায়ান
শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়, তাইসিরুল
শপথ রাতের যখন ওটা আচ্ছন্ন করে, মুজিবুর রহমান
By the night when it covers Sahih International
১. শপথ রাতের, যখন সে আচ্ছন্ন করে,
-
তাফসীরে জাকারিয়া১। শপথ রাত্রির, যখন তা আচ্ছন্ন করে।[1]
[1] অর্থাৎ, দিগন্তে ছেয়ে যায় এবং তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায় ও অন্ধকার নেমে আসে।
তাফসীরে আহসানুল বায়ান