৮৫ সূরাঃ আল-বুরুজ | Al-Buruj | سورة البروج - আয়াতঃ ১৪
৮৫:১৪ وَ هُوَ الۡغَفُوۡرُ الۡوَدُوۡدُ ﴿ۙ۱۴﴾
و هو الغفور الودود ﴿۱۴﴾

আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়। আল-বায়ান

তিনি ক্ষমাশীল, প্রেমময়, তাইসিরুল

এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়, মুজিবুর রহমান

And He is the Forgiving, the Affectionate, Sahih International

১৪. এবং তিনি ক্ষমাশীল, অতিম্নেহময়(১),

(১) الْوَدُود শব্দটির কয়েকটি অর্থ বর্ণিত আছে। কারও কারও মতে, ‘ওয়াদূদ’ বলা হয় তাকে যার কোন সন্তান নেই। অর্থাৎ যার এমন কেউ নেই। যার প্রতি মন টানতে থাকবে। [ফাতহুল কাদীর] তবে অধিকাংশ মুফাস্‌সিরের মতে এর অর্থ, প্রিয় বা প্রিয়পাত্র। [ইবন কাসীর] যার ভালবাসায় কোন খাদ নেই। যারা তাঁকে ভালবাসেন তিনিও তাদেরকে ভালবাসেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, “তিনি তাদেরকে ভালবাসেন আর তারাও তাঁকে ভালবাসে”। [সূরা আল-মায়েদাহ: ৫৪] তিনি এমন সত্তা যাঁকে তার ভালবাসার পাত্ররা এমন ভালবাসে যে ভালবাসার কোন উদাহরণ দেয়া সম্ভব হয় না। যার কোন তুলনা নেই। তাঁর খালেস বান্দাদের অন্তরে তাঁর যে ভালবাসা রয়েছে সেটার তুলনা কোন ভালবাসা দিয়ে দেয়া যাবে না। আর এজন্যই ভালবাসা হচ্ছে আল্লাহর দাসত্বের মূল কথা। যে ভালবাসার কারণে যাবতীয় ভালবাসার পাত্রের উপর সেটা স্থান করে নেয়। অন্য ভালবাসা যদি আল্লাহর ভালবাসার অনুগামী না হয় তবে সেটা বান্দার জন্য বিপদ ও শাস্তির কারণ হয়। [সা'দী]

তাফসীরে জাকারিয়া

১৪। তিনিই ক্ষমাশীল, প্রেমময়।

-

তাফসীরে আহসানুল বায়ান