৮৫ সূরাঃ আল-বুরুজ | Al-Buruj | سورة البروج - আয়াতঃ ৯
৮৫:৯ الَّذِیۡ لَهٗ مُلۡكُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ وَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیۡءٍ شَهِیۡدٌ ؕ﴿۹﴾
الذی لهٗ ملك السموت و الارض و الله علی كل شیء شهید ﴿۹﴾

আসমানসমূহ ও যমীনের রাজত্ব যার। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী। আল-বায়ান

আসমান ও যমীনের রাজ্বত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী। তাইসিরুল

আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যাঁর, আর আল্লাহ সর্ব বিষয়ে দ্রষ্টা। মুজিবুর রহমান

To whom belongs the dominion of the heavens and the earth. And Allah, over all things, is Witness. Sahih International

৯. আসমানসমূহ ও যমীনের সর্বময় কর্তৃত্ব যাঁর; আর আল্লাহ্ সবকিছুর প্ৰত্যক্ষদর্শী।

-

তাফসীরে জাকারিয়া

৯। আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যাঁর। আর আল্লাহ সর্ববিষয়ের সম্যক দ্রষ্টা।

-

তাফসীরে আহসানুল বায়ান