৮০:৬ فَاَنۡتَ لَهٗ تَصَدّٰی ؕ﴿۶﴾
فانت لهٗ تصدی ﴿۶﴾
তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ। আল-বায়ান
তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ। তাইসিরুল
তুমি তার প্রতি মনোযোগ দিয়েছো। মুজিবুর রহমান
To him you give attention. Sahih International
৬. আপনি তার প্রতি মনোযোগ দিয়েছেন।
-
তাফসীরে জাকারিয়া৬। তুমি তার প্রতি মনোযোগ দিলে। [1]
[1] এতে নবী (সাঃ)-কে অধিক সতর্ক করা হয়েছে যে, বিশুদ্ধচিত্তদেরকে ছেড়ে বৈমুখদের জন্য মনোযোগ ব্যয় করা ঠিক নয়।
তাফসীরে আহসানুল বায়ান