৭৮:১০ وَّ جَعَلۡنَا الَّیۡلَ لِبَاسًا ﴿ۙ۱۰﴾
و جعلنا الیل لباسا ﴿۱۰﴾
আর আমি রাতকে করেছি আবরণ। আল-বায়ান
রাতকে করেছি আবরণ, তাইসিরুল
করেছি রজনীকে আবরণ, মুজিবুর রহমান
And made the night as clothing Sahih International
১০. আর করেছি রাতকে আবরণ,
-
তাফসীরে জাকারিয়া১০। রাত্রিকে করেছি আবরণ স্বরূপ। [1]
[1] অর্থাৎ, রাতের অন্ধকার এবং কালো বর্ণ প্রতিটি জিনিসকে নিজের আঁচলে আবৃত ও গোপন করে নেয়। যেমনভাবে, আবরণ বা পোষাক-পরিচ্ছদ মানুষের দেহকে আবৃত ও গোপন করে নেয়।
তাফসীরে আহসানুল বায়ান