৬৯:৩৬ وَّ لَا طَعَامٌ اِلَّا مِنۡ غِسۡلِیۡنٍ ﴿ۙ۳۶﴾
و لا طعام الا من غسلین ﴿۳۶﴾
আর ক্ষত-নিংসৃত পূঁজ ছাড়া কোন খাদ্য থাকবে না, আল-বায়ান
ক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোন খাদ্য নেই, তাইসিরুল
এবং কোন খাদ্য থাকবেনা, ক্ষতনিঃসৃত স্রাব ব্যতীত। মুজিবুর রহমান
Nor any food except from the discharge of wounds; Sahih International
৩৬. আর কোন খাদ্য থাকবে না ক্ষত নিঃসৃত স্রাব ছাড়া,
-
তাফসীরে জাকারিয়া(৩৬) এবং কোন খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত পুঁজ ব্যতীত। [1]
[1] কেউ কেউ বলেন, ‘গিসলীন’ হল জাহান্নামের কোন গাছের নাম। আবার কেউ বলেন, যাক্কুমকেই এখানে ‘গিসলীন’ বলা হয়েছে। আবার কিছু সংখ্যক উলামা বলেন, এটা হল জাহান্নামীদের ক্ষতনিঃসৃত পুঁজ অথবা তাদের দেহ থেকে নির্গত রক্ত এবং দুর্গন্ধময় পানি। أَعَاذََنَا اللهُ مِنْهُ।
তাফসীরে আহসানুল বায়ান