৬৯:৩৪ وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡكِیۡنِ ﴿ؕ۳۴﴾
و لا یحض علی طعام المسكین ﴿۳۴﴾
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না। আল-বায়ান
আর না সে মিসকীনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত, তাইসিরুল
এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করতনা। মুজিবুর রহমান
Nor did he encourage the feeding of the poor. Sahih International
৩৪. আর মিসকীনকে অন্নদানে উৎসাহিত করত না,
-
তাফসীরে জাকারিয়া(৩৪) এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করত না; [1]
[1] অর্থাৎ, ইবাদত ও আনুগত্য দ্বারা না আল্লাহর হক আদায় করত, আর না সেই অধিকারগুলো আদায় করত যা বান্দাদের আপোসে একে অপরের প্রতি আরোপিত হয়। বুঝা গেল যে, ঈমানদার বান্দার মাঝে এই গুণের সমষ্টি পাওয়া যায় যে, সে আল্লাহর অধিকারের সাথে সাথে সৃষ্টির অধিকারও আদায় করে থাকে।
তাফসীরে আহসানুল বায়ান