৬৯ সূরাঃ আল-হাক্কাহ | Al-Haqqa | سورة الحاقة - আয়াতঃ ২৩
৬৯:২৩ قُطُوۡفُهَا دَانِیَۃٌ ﴿۲۳﴾
قطوفها دانیۃ ﴿۲۳﴾

তার ফলসমূহ নিকটবর্তী থাকবে। আল-বায়ান

তার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে। তাইসিরুল

যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে। মুজিবুর রহমান

Its [fruit] to be picked hanging near. Sahih International

২৩. যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।

-

তাফসীরে জাকারিয়া

(২৩) যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। [1]

[1] অর্থাৎ, তা একেবারে নিকটে হবে। অর্থাৎ, কেউ যদি শুয়ে শুয়েও ফল নিতে চায়, তাহলে সে তা নিতে পারবে। قُطُوْفٌ হল قِطْفٌ এর বহুবচন। অর্থ হল, চয়িত বা সংগৃহীত ফল।

তাফসীরে আহসানুল বায়ান