৬৯:১৮ یَوۡمَئِذٍ تُعۡرَضُوۡنَ لَا تَخۡفٰی مِنۡكُمۡ خَافِیَۃٌ ﴿۱۸﴾
یومئذ تعرضون لا تخفی منكم خافیۃ ﴿۱۸﴾
সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না। আল-বায়ান
সেদিন তোমাদেরকে (বিচারের জন্য) হাজির করা হবে আর তোমাদের কোন কাজই- যা তোমরা গোপন কর- গোপন থাকবে না। তাইসিরুল
সেই দিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবেনা। মুজিবুর রহমান
That Day, you will be exhibited [for judgement]; not hidden among you is anything concealed. Sahih International
১৮. সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কোন গোপনই আর গোপন থাকবে না।
-
তাফসীরে জাকারিয়া(১৮) সেদিন পেশ করা হবে তোমাদেরকে[1] এবং তোমাদের কিছুই গোপন থাকবে না।
[1] এই পেশকরণ এই জন্য হবে না যে, আল্লাহ যাকে জানেন না, তাকে জেনে নেবেন। তিনি তো সকলকেই জানেন। বরং পেশ বা উপস্থিত করা হবে কেবল মানুষের উপর হুজ্জত কায়েম করার জন্য। নচেৎ, আল্লাহর কাছে তো কারো কোন জিনিসই গোপন নেই।
তাফসীরে আহসানুল বায়ান